Wednesday, September 18, 2013

BUTex এর ২০১৩-১৪ সেশনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু... সব কাজ অনলাইন এ... :)


BUTex এর ২০১৩-১৪ সেশনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু... সব কাজ অনলাইন এ... :)

BUTex এ আবেদন প্রক্রিয়া শুরু হবে ২২ সেপ্টেম্বর। পরীক্ষা হবে ২০০ নম্বরের MCQ এবং ২০১২ সালে HSC পাশকৃতরাও আবেদন করতে পারবে। আবেদনকারী সকলকেই পরীক্ষা দিতে দেয়া হবে। আবেদনের যোগ্যতা হিসাবে P+C+M এ ন্যুনতম মোট ১৩ পয়েন্ট (কোনটিতে ৩.৫ এর নিচে নয়) চাওয়া হয়েছে।

প্রথমে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে টাকা দিয়ে ও পরবর্তীতে অনলাইনে ছবি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। আবেদন ফি ধরা হয়েছে ৫৫০ টাকা। 

No comments:

Post a Comment